বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবান। বান্দরবানের দক্ষিণ-পশ্চিমে কক্সবাজার, উত্তর-পশ্চিমে চট্রগ্রাম জেলা, উত্তরে রাঙামাটি ও পুর্বে মায়ানমার। ভৌগলিক কারণেই বান্দরবানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। পাহাড়, নদী ও ঝর্ণার মিলনে অপরূপ সুন্দর বান্দরবান জেলা।  প্রকৃতির অপরূপ দৃশ্যে বিমোহিতে হতে চলে আসুন পাহাড়ের দেশে। আর আপনার আরামদায়ক রাত্রি যাপনের জন্য বেছে নিন আপনার পছন্দের রিসোর্টি।