Sajek Valley Trip

Duration 2 day(s)

From 7,000 TK / person

 

মেঘ পাহাড়ের মিলন মেলা দেখতে চলুন রাঙামা‌টি জেলার সাজেক ইউ‌নিয়নে। যেটাকে সাজেক ভ্যালি নামে সবাই জানেন এবং চিনেন। এখানে আসলে আপ‌নি সাদা মেঘ‌ স্পর্শ করতে পারবেন অনায়াসে।

প্রকৃ‌তির অপরূপ লীলায় মেঘ এবং পাহাড়ের সঙ্গে মিলন দেখতে পাবেন সাজেক ভ্যা‌লিতে। উঁচু-নিচু পাহাড়ের পরতে পরতে রয়েছে সৌন্দর্য। পাহাড়ের সবুজ গাছ আর মেঘ দেখলে যে কারো‌ চোখ ধাঁ‌ধিয়ে‌ দেবে।

প্রকৃ‌তির এই সৌন্দ্যর্য উপভোগ করতে যারা মন‌স্থির করেছেন, তারা ঘুরে আসতে পারেন সাজেক।

ভাবছেন সাজেক যাবো কীভাবে। চিন্তা নেই রুপসী বাংলা আছে । মিনিমাম দুইজন হলে ই যেকোনো দিন আপনি আমাদের সাথে সাজেক যেতে পারবেন । তাই চলুন মেঘের দেশে একটু চিল করে আসি

আর হ্যা সাজেকের সাথে ঘুরবো খাগড়াছড়ির সব চমৎকার চমৎকার টুরিষ্ট স্পট গুলোতে । 

চলে আসুন রূপসী বাংলার অফিসে অথবা আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আপনার ভ্রমণ সম্পৃক্ত সকল সার্ভিস আমাদের থেকে গ্রহণ করতে পারবেন। আমাদের কাছে EMI পেমেন্ট সুবিধা ও পাচ্ছেন 0% ইন্টারেস্ট এ । 

তাই বিস্তারিত পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার আসনটি পাকাপোক্ত করে নিন। 

✅ ভ্রমনের স্থান সমূহ: 

  • রুইলুই পাড়া

  • কংলাক পাড়া/পাহাড়

  • লুসাই গ্রাম

  • স্টোন গার্ডেন

  •  রিসাং ঝর্না

  • আলুটিলা গুহা

  • ঝুলন্ত ব্রিজ 

 ভ্রমণ বিস্তারিতঃ

✅ প্রথম রাত : 

ঢাকা থেকে খাগড়াছড়ি নন এসি বাসে যাত্রা শুরু। হানিফ/শ্যামলী/সৌদিয়া কোম্পানীর  বাসে করে যাবো এবং আসা। 

✅ প্রথম দিন দ্বিতীয় রাত : 

সকালে খাগড়াছড়ি পৌছে নাস্তা সেরে সেনাবাহিনীর সকাল ১০:৩০ এর স্কোয়াড এর সাথে রিজার্ভ জীপে করে সাজেক রওনা। পথে হাজাছড়া ঝর্না দেখবো (পারমিশন পেলে )

তারপর সাজেকের রূইলুই পাড়া পৌছে আমাদের নির্ধারিত রিসোর্ট এ চেক ইন করে ফ্রেশ হবো এবং দুপুরের খাবার খেয়ে সাজেকের রুইলুই পাড়া ঘুরে দেখবো। তারপর হ্যালিপ্যাড এ বসে মেঘের সাথে আড্ডা দেব আর মেঘের রাজ্যের সূর্যাস্ত অবলোকন করব। রাতে হেলিপ্যাডে আড্ডা ও গান বাজনা করবো। তারপর খানাপিনা করে যার যার রুমে গিয়ে বিশ্রাম নেব ।

✅ ফুড মেনু : (প্রথম দিন) 

সকালের নাস্তা : এফএনএফ রেস্টুরেন্ট , খাগড়াছড়ি।

  • পরোটা + সবজি/ডাল + ডিম ভাজি/পোচ+ চা । অথবা , ডিম খিচুড়ি

দুপুরের খাবার : মন্টানা রেস্টুরেন্ট , সাজেক 

  • ভাত + ডাল+ সবজি+ শুটকি ভর্তা+ বাম্বু চিকেন+ সালাদ+ কোল্ড ড্রিংকস 

রাতের খাবার: মন্টানা রেস্টুরেন্ট, সাজেক 

  •  চিকেন বার্বিকিউ + পরোটা + সালাদ+ কোল্ড ড্রিংকস

 

 

 ✅ দ্বিতিয় দিন  তৃতীয় রাত: 

খুব ভোরে ঘুম থেকে উঠে চাঁন্দের গাড়ি করে চলে যাবো কংলাক পাড়া । সেখানে দেখব সূর্যোদয় এবং মেঘের খেলা। সেখান থেকে ঘুরে এসে সকালের নাস্তা করে সেনাবাহিনীর সকালের স্কোয়াড এর সাথে চলে আসব খাগড়াছড়ি। সেখান থেকে রিসাং ঝর্না তে গোসল করে দুপুরের খাবার খেয়ে চলে যাব আলুটিলা গুহা, তারপর ঝুলন্ত ব্রিজ দেখে রাতের খাবার খেয়ে রাতের বাসে করে ঢাকা ব্যাক। 

✅ ফুড মেনু : দ্বিতীয় দিন 

সকালের নাস্তা : মনটানা রেস্টুরেন্ট , সাজেক 

  • পরোটা + সবজি/ডাল + ডিম ভাজি/পোচ+চা । অথবা , ডিম খিচুড়ি 

দুপুরের খাবার : এফএনএফ রেস্টুরেন্ট, খাগড়াছড়ি

  •  ভাত + ডাল+ সবজি+ শুটকি ভর্তা+গরু/খাশি/হাস/মুরগি/মাছ +          সালাদ+ কোল্ড ড্রিংকস 

রাতের খাবার: এফএনএফ রেস্টুরেন্ট, খাগড়াছড়ি 

  • ভাত + ডাল+ সবজি+ শুটকি ভর্তা+গরু/খাশি/হাস/মুরগি/মাছ + সালাদ+ কোল্ড ড্রিংকস 

ইনশাআল্লাহ পরদিন খুব সকালে সবাই ঢাকা পৌঁছাবো

 

ভ্রমনের খরচ : 

✅ ৭০০০/- টাকা (প্রতি জন)। (এক রুমে ৪ জন শেয়ারিং)

✅ ৭৫০০/- টাকা (প্রতি জন)। (এক রুমে ৩ জন শেয়ারিং)

✅ ৮৫০০/- টাকা (প্রতি জন)। (এক রুমে ২ জন শেয়ারিং/কাপল)

✅ যা যা থাকছে এই খরচেঃ

  • ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন-এসি বাস।

  • সাদা চান্দের গাড়ী রিজার্ভ।

  •  আলুটিলা গুহা ও ঝুলন্ত ব্রিজ যাওয়ার এন্ট্রি ফি 

  •  সকল ট্রান্সপোর্ট খরচ।

  •  প্রতিদিন ৩ বেলা খাওয়া দাওয়ার ব্যাবস্থা।(২ দিন ৬ বেলা)

  •  সকল স্পট এবং সাজকের এন্ট্রি ফি।

  •  রিসোর্ট খরচ। 

❖ যা যা থাকছেনাঃ

  •  যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ।

  • হাইওয়ে যাত্রা বিরতিতে কোন খাবার খরচ।

চাইল্ড পলিসিঃ

  • ০-৪ বছর পর্যন্ত ফ্রি (বাসের সিট, চাদের গাড়ির সিট পাবেনা, খাওয়া খরচ এর বিল বাবা মা পরিশোধ করবেন)

  • ৪-৭ বছর পর্যন্ত ৫০০০ টাকা

  • ৭+ বছর এডাল্ট হিসেবে গণ্য হবে

 

বুকিং পলিসিঃ

50% এডভ্যান্স করে বুকিং কনফার্ম করতে হবে। বুকিং করে কনফার্মেশন এসএমএস এবং ইনভয়েস বুঝে নিবেন।

✅ Dutch Bangla Bank Ltd 

  • AC Name : Ruposhi Bangla Tourism 

  • AC no : 1071100043645

  • Branch : Kawranbazar 

✅ Pubali bank ltd

  • Ac name : Ruposi Bangla Tourism

  • Ac no: 1441901045774

  • Branch : Jonson road

✅ United Commercial bank PLC 

  • Ac name : Ruposi Bangla Tourism

  • Ac no: 1802101000006547

  • Branch : Shyamoli 

Bkash Merchant : +8801975086295

Nagad Merchant : +8801975086295

Bkash/Nagad personal : +8801758086295

???? বিকাশে/নগদ/রকেট এ বুকিং করলে খরচ সহ টাকা পাঠাতে হবে ।

✅ For EMI service or card transection please open this link : https://invoice.sslcommerz.com/invoice-form?refer=65671390A1EA1 

✅ অফিস: 

House: 39 (2nd floor) , Road: 02, Janata Co operative Housing society, Mohammad pur Ring road, Dhaka -1207

Google office location : https://maps.app.goo.gl/ewZg3n5mQ9wxFQWL6?g_st=ic   

❖ কিছু গুরুত্বপূর্ন কথাঃ 

  • প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।

  • ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।

  • ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।

  • আমরা শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।

  • প্রতিটি যায়গাই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।

  • অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।

  • স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।

  • কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।

  • দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে 

  • এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। 

ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।ছেলে/ মেয়ে সকলেই আমাদের সাথে টেনশন ফ্রি ভ্রমণে যেতে পারবেন ।  

নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।

বিশেষভাবে লক্ষণীয় : আবহাওয়া / প্রকৃতিগত/ এক্সিডেন্টাল সহ যে কোন কারনে প্লানের পরিবর্তন হলে নিজেদের নিরাপত্তার সার্থে তা মেনে নিতে হবে। যানবাহনের শিডিউলে কোথাও যদি সময়ক্ষেপন হয়, তার জন্য আলাদা থাকা খাওয়ার খরচ সবাইকে বহন করতে হবে। 

✅ ট্যুর সম্পর্কিত যে কোন তথ্য জানতে কল করতে পারেন :

  • +8801810688210 (Houseboat Packages)

  • +8801810688211 (Sundarban packages) 

  • +8801810688212 (Visa and Air Tickets) 

  • +8801810688213 (Rangamati)

  • +8801810688214 (Sajek) 

  • +8801810688215 (Tanguar Haor) 

  • +8801810688216 (Saint Martin) 

  • +8801810688217 (Umrah)

  • +8801810688218 (cox's Bazar ) 

  • +8801810688219 (foreign trip )